মদ ত্বক ক্যান্সারের ঝুঁকি বাড়ায়
অতিমাত্রায় মদ্যপানের (অ্যালকোহল) কারণে মানুষের ত্বকের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে বলে যুক্তরাজ্যের এক গবেষণায় জানিয়েছেন বিজ্ঞানীরা। গবেষণা প্রতিবেদন উল্লেখ করে বিবিসি জানায়, মাত্রাতিরিক্ত অ্যালকোহল সেবন করলে শরীরে এমন এক ধরণের প্রবনতা সৃষ্টি হয়, যার ফলে মানবদেহ সূর্যের সংস্পর্শে আসলে ত্বকের ওপর অতিবেগুনী রশ্মির প্রভাব কয়েকগুণ বেড়ে যায়। বিজ্ঞানীদের ভাষ্য, ইথানল মানবদেহে প্রবেশ করে এক ধরনের তেজষ্ক্রিয়তা বা প্রতিক্রিয়ার সৃষ্টি করে যা ত্বককে অতিবেগুনী রশ্মির প্রতি আরো সংবেদনশীল করে...
Posted Under : Health News
Viewed#: 19
See details.

